https://bangla-times.com/
ঢাকাশনিবার , ৮ জুন ২০২৪
  • অন্যান্য

মোদির অভিষেকে যোগ দিতে দিল্লি গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ । ২৮ জন
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেছেন । প্রধানমন্ত্রীর এই সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট শনিবার (৮ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটির দুপুর ১২টায় নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করার কথা রয়েছে।

শেখ হাসিনা রোববার (৯ মে) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন। এরপর সেখানে নরেন্দ্র মোদির সাথে একান্ত বৈঠক করবেন তিনি।

মোদির অভিষেক অনুষ্ঠানে আরও অংশ নেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালসহ বিশ্বনেতারা।