মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
তিন বন্ধু একটি মোটরসাইকেলে দ্রুতগতিতে পলাশবাড়ী থেকে কাশিয়াবারী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুই বন্ধু মারা যায়। গুরুতর আহত হয়েছে এক বন্ধু।
জানা যায়, সোমবার ( ১৫ জুলাই) দুপুরে মোটরসাইকেলে তিন বন্ধু পলাশবাড়ী থেকে কাশিয়াবাড়ির অভিমুখি দ্রুত গতিতে যাচ্ছিল। পথে গোয়ালপাড়া এলাকায় চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় ওই তিন যুবক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে জানান। এসময় গুরুতর আহত অপর ওই দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও এক যুবকের মৃত্যু হয়। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলো- সাগর মিয়া (১৮) এবং স্বচ্ছ মিয়া(১৮) । আহত অবস্থায় সামিউল ইসলাম (১৮) নামে যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ওসি তদন্ত লাইসুর রহমান।