সংবাদ শিরোনাম ::
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মুনছুরের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটে মোটরসাইকেল থেকে পড়ে মুনছুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ২৭ মার্চ বিকেলে বন্ধুর মোমটরসাইকেলে ঘুড়তে বের হয়। এরপর সদরের বটতলী নামক জায়গায় মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় মুনছুর।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় তিনি মারা যান।
নিহত যুবক সদর উপজেলার দাদড়া মাধব পাড়া গ্রামের ছায়েম উদ্দিন ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।