https://bangla-times.com/
ঢাকাসোমবার , ২৭ মে ২০২৪
  • অন্যান্য

মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ । ১৭ জন
Link Copied!

বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় সোমবার (২৭ মে) সকাল থেকে বন্ধ থাকার পর আবার চালু হয়েছে মেট্রোরেল। সোমবার (২৭ মে) সকাল ১০টা ৮ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল শুরু করে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে সেটি টেকনিক্যাল কারণে ফল করেছিলো। ঢাকার শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিলো।

এর আগে সোমবার (২৭ মে) সকাল ৭টার কিছু পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোয়া এক ঘণ্টা পর মেট্রেরেল চলাচল শুরু হয়।