মুজিবনগর দিবসে রাজশাহী জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজশাহী জেলা পরিষদ। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তব অর্পণ করে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুিক্তযোদ্ধা মীর ইকবাল। পুস্পস্তব অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসানের সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের সদস্য-(পবা ও সিটি কর্পোরেশনের) তফিকুল ইসলাম। উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, চেয়ারম্যানের সহকারী ফজলে এলাহী সোহেল ও সুলতানুর আরেফিনসহ সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।