‘মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ’
- সংবাদ প্রকাশের সময় : ০২:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ। সোমবার (২৫ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযুদ্ধের সম্পূর্ণ উল্টো ধারায় যাত্রা করে দেশ। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারতো না। আওয়াসী লীগ ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২৫ মার্চ গণহত্যার কথা স্মরণ করে পাকিস্তানিদের প্রতি ঘৃণা জানানোর জন্য দিনটিকে গণহত্যা দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে।
এর আগে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও কাজী আব্দুস সাত্তার , চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান, সমাজ বা জনসেবায় অরন্য চিরান, ক্রীড়ায় ফিরোজা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকন।