https://bangla-times.com/
ঢাকারবিবার , ২ জুন ২০২৪

মিয়ানমারের ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশও

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ । ২৮ জন
Link Copied!

রাঙামাটিতে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিলো মিয়ানমারে। রোববার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। এই তথ্য জানিয়েছেন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা ৫ বলে।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ আরও জানান, মিয়ানমারে পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যা অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ৪৪২ কিলোমিটার দূরে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিলো মিজোরামের এনগোপা শহর থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে। কেন্দ্র ছিলো ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাব মতে, মিয়ানমারের মওলাইক শহরের দক্ষিণ-দক্ষিণপশ্চিমে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিলো চার দশমিক ৮।

এর আগে, চলতি বছরের ২৯ মে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিলো ৫.৪।