মার্চে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
দেশে চলতি বছরের মার্চে বৈধপথে রেমিট্যান্স এসেছে প্রায় ২ বিলিয়ন ডলার । বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৯৬৫ কোটি টাকা ।
হিসাব মতে, গড়ে দৈনিক আসছে ৬ কোটি ৪৪ লাখ ডলার । অর্থাৎ ৭০৮ কোটি ৫৪ লাখ টাকার বেশি । এর আগে ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ডলার ।
রোববার( ১ এপ্রিল) দেশের রাষ্ট্রায়াত্ব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মার্চ মাসে বৈধ পথে ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার এসেছে । এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার । অর্থাৎ দুই হাজার ৮৭৯ কোটি টাকা । কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৫২ লাখ সাত হাজার মার্কিন ডলার । অর্থাৎ ৩৮৭ কোটি টাকার বেশি ।
এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬৯ কোটি ১৭ লাখ ডলার । অর্থাৎ ১৮ হাজার ৫৯০ কোটি টাকা ।