সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ
ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটুক্তিকারী রাজাকারের বংশধরদের ছাত্রত্ব বাতিল করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে মাধবপুরে মুক্তিযোদ্ধা সংসদ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা ফুলমিয়া, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, জীবন বাজি রেখে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। দেশ স্বাধীন করেছি। আমাদের নিয়ে কেউ কটুক্তি করলে একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে আমরা প্রতিবাদ করে যাবো। এছাড়া অনতিবিলম্বে রাজাকারের তালিকা প্রকাশ করার জন্য সরকারের নিকট আহবান জানান।