মাধবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তা স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জারু মিয়া, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মোহাম্মদ সেলিম, আন্দিউড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ত্রিপুরারী দেবনাথ তিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান,মাধবপুর বাজার মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি মনোজ কুমার পাল, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নাহিদ সহ বিভিন্ন সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি।