মাধবপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর মেলার উদ্বোধন করা হয়েছে। এরপর মেলা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত বিন কুতুব।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) দুপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত বিন কুতুব। এতে মুখ্য আলোচনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মো: আব্দুস সাত্তার বেগ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান।
সভায় আরও বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা মো. জারু মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক আহবায়ক আইয়ুব খান, আন্দিউড়া ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সাধারণ সম্পাদক সাব্বির হাসান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি তোফাজ্জাল হোসেন চৌধুরী বাবু প্রমুখ।
প্রদর্শনীতে ২৯টি স্টলে বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করেন খামারীরা। প্রদর্শনী শেষে ৫ ক্যাটাগরীতে (গরু-মহিষ, ছাগল, ভেড়া, হাস-মুরগী, সৌখিন পোষাপাখি ও কবুতর, প্রযুক্তি ও পণ্য) ১৫জন খামারীকে (টাকার চেক) পুরস্কৃত করা হয়।