মাদক কারবারে জড়িত সাবেক এমপি বদির দুই ভাই
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আবদুস শুকুর ও আমিনুর রহমানের মাদক কারবারে সম্পৃক্ততা পাওয়া গেছে। কক্সবাজার জেলায় ১০ মাদক গডফাদারের মামলা তদন্ত করতে গিয়ে এই সংশ্লিষ্টতা পায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকায় সিআইডি কার্যালয়ে বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্থার প্রধান মোহাম্মদ আলী মিয়া।
তিনি বলেন, এক সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালে ৭৯ হাজার ৬৭৫টি, ২০২২ সালে ৮২ হাজার ৬৭২টি এবং ২০২৩ সালে ৭৬ হাজার ৪০৩টি মাদক মামলা দেশের বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে। সেই হিসেবে দেশে গড়ে প্রতিবছর প্রায় ৮০ হাজার মাদক উদ্ধার সংক্রান্ত মামলা দায়ের হয়ে থাকে।
প্রশ্নের জবাবে সিআইডি প্রধান বলেন, মাদক মামলার মানিলন্ডারিং সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
তিনি বলেন, সাবেক এমপি বদির বিরুদ্ধেও যদি আমরা সাক্ষ্য-প্রমাণ পাই, তাহলে তাকে ছাড় দেয়া হবে না। যার বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাবো তাকে ধরা হবে।