মাঝ নদীতে লঞ্চে আগুন, প্রাণে বাঁচলেন শত শত যাত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৩ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চালক কৌশলে লঞ্চটি চরে ভেড়ালে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শত শত যাত্রী। যাত্রীদের একটি চরে নামিয়ে দেয়া হয়। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর চাঁদপুর এলাকায় এই অঘ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এমভি কর্ণফুলী-৩ লঞ্চের যাত্রীরা জানান, ভোলার ইলিশাঘাট থেকে ৯০০ যাত্রী নিয়ে লঞ্চটি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর দুই ঘণ্টা পর হঠা মেঘনার মাঝে ইঞ্জিন রুমে আগুন ধরে। এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও ছোটাছুটি শুরু করেন।
যাত্রীরা আরও জানান, লঞ্চের স্টাফরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে চালক লঞ্চটি চাঁদপুর এলাকায় একটি চরে নিয়ে গেলে যাত্রীরা নদীতে লাফিয়ে পড়ে তীরে আশ্রয় নেন। এতে চরম দুর্ভোগে পড়েন নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থরা।
কণফুলী লঞ্চের ভোলা অফিসের কর্মকর্তা লিটন এ বিষয়ে জানান, লঞ্চের আগুন নেভানো হয়েছে। যাত্রীদের অন্য লঞ্চে ঢাকায় পৌঁছে দেয়া হচ্ছে।