মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বগুড়া সদরের এরুলিয়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে রতন জিলাদার ওরফে কাবিলা (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে পেশায় মাংস বিক্রেতা।
পুলিশ জানায়, এরুলিয়া এলাকার সাবদুল জিলাদারের ছেলে রতন শুক্রবার (২ আগস্ট) ভোরে বাড়ি থেকে বের হয়ে কাজে যাচ্ছিলেন। বাড়ির নিকট খন্দকার পাড়ায় হঠাৎ করে তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায় এবং কোপাতে থাকে। প্রাণ বাচাঁতে সে পাশের একটি মসজিদে গিয়ে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহীনুজ্জামান জানিয়েছেন মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করার কাজ চলছে।
স্থানীয় একটি সূত্র জানায়, একটি ঘটনার জের ধরে রতনকে হত্যার হুমকি দেয়া হয়েছিলো। পুলিশ বলছে সব বিষয়ে তারা তদন্ত করছেন এবং পুর্ব বিরোধেই এই হত্যাকান্ড ঘটেছে।