https://bangla-times.com/
ঢাকাশনিবার , ১৮ মে ২০২৪
  • অন্যান্য

মহানন্দায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
মে ১৮, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ । ২৭ জন
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম- রাইহান আলী শুভ (২২)।

শনিবার (১৮ মে) দুপুর ২টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর সেতু সংলগ্ন রাবারড্যাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

মৃত শুভ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লার জিকেন আলীর ছেলে। সে শাহনেয়ামতুল্লাহ কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানান, শুভ তার ৫/৬ জন বন্ধুর সাথে দুপুরে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় গোসল করতে যায়। হঠাৎ করে সে নদীর গর্তে পড়ে যায়। এবং এর কিছুক্ষণ পর সে মারা যায়।