‘মন্ত্রী-এমপিদের স্বজনরা নির্দেশ না মানলে ব্যবস্থা’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয় এবং স্বজনদের প্রার্থী না হতে দলীয় যে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দলের মন্ত্রী-এমপি এমন পর্যায়ে যারা আছেন, তাদের সন্তান-স্বজনরা যেন উপজেলা নির্বাচনে না আসেন, সেই নির্দেশনাও রয়েছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সময়সীমার বাইরেও মনোনয়ন প্রত্যাহার করা যায়।
সেতুমন্ত্রী বলেন, দলীয় নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে। সময়মতো এই সিদ্ধান্ত নেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশ করতে গেলেই সন্ত্রাসের শঙ্কা থাকে। তাই জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে থাকে। এজন্য কোনো সংঘাত হয়নি।