সংবাদ শিরোনাম ::
মঙ্গলবার রোজা শুরু অস্ট্রেলিয়ায়
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
আগামী মঙ্গলবার (১২ মার্চ) অস্ট্রেলিয়ায় রোজা শুরু হবে। অস্ট্রেলিয়ায় সোমবার (১১ মার্চ) শাবান মাস শেষ হচ্ছে।এর ফলে মঙ্গলবার থেকে দেশটিতে পবিত্র রমজান শুরু হবে।
অস্ট্রেলিয়া গ্রান্ড মুফতি, করপোরেশন ফেডারেল কাউন্সিল অব ইমাম, অস্ট্রেলিয়ান ফতোয়াহ কাউন্সিল এবং শরীয়াহ বিভাগ জানিয়েছে সোমবার (১১ মার্চ) শাবান মাস শেষ হচ্ছে। ১২ মার্চ থেকে রোজা শুরু হবে।
এছাড়া অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল ও ফতোয়া অ্যান্ড ইসলামিক আরবিট্রেশন মজলিস থেকেও আলাদা বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
রোববার (১০ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। এছাড়া আরব আমিরাতও তাদের জনগণকে একই আহ্বান জানিয়েছে। – খবর গালফ নিউজের।