ভোটের আগের দিন সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ মে) এই উপজেলা নির্বাচনের প্রধম ধাপে সরিষাবাড়ীতে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। ভোটের আগের দিনই উপজেলা পরিষদের তিন পদেই নির্বাচন স্থগিতের ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে ৮ অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম নির্বাচন আচরণ লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং ৫৩০৩/২০১৪ দায়ের করলে আদালত ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ প্রদান করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিএমপি নং ৩৭৮/২০২৪ দায়ের করলে ৭ মে আদেশে ‘নো অর্ডার’ প্রদান করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এরমধ্যে চেয়ারম্যান পদে ছিলেন রফিকুল ইসলাম (আনারস) ও তালেব উদ্দিন (দোয়াতকলম)।