ভোটারদের ভয়ের কারণ নেই, বললেন ইসি রাশেদা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোট দেয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এটি আরো জোরদার করা হবে। ভোটাররা নির্ভয়ে ভোটপ্রদান করবে। এতে ভয়ের কোনো কারণ নেই।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক সম্মলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, প্রার্থীসহ নির্বাচনের কাজে দায়িত্বরত সংশ্লিষ্ট সবাইকে আইনের মধ্যেই চলতে হবে। ভোট সুন্দরভাবে করতে আইনে যা যা আছে তাই করতে হবে। একইসাথে যা বর্জনীয় এবং করণীয় তাই করতে হবে। কেউ কোন ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটের সার্বিক পরিবেশ-পরিস্থিতি ভাল ও সুন্দর করতে সব ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যাতে কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও নিশ্চিত করা হবে। ভোটকেন্দ্রে আসতে ভোটারদের ভয় পাওয়ার কোন কারণ নেই।