সংবাদ শিরোনাম ::
‘ভুল নীতির কারণে বিএনপি ভুলের চোরাবালিতে’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভুল নীতির কারণে বিএনপি ভুলের চোরাবালিতে নিমজ্জিত। বিএনপির ভুল রাজনীতির কারণে দলের নেতাকর্মীরা হতাশাগ্রস্ত।
মঙ্গলবার (৯ এপ্রিল) তিনি এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, বিএনপিকে বাংলাশের গণতন্ত্রের শত্রু ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল।
তিনি আরও বলেন, বিএনপির আদর্শ, নীতি ও কর্মপন্থা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। গণতন্ত্রের বিপরীত মেরুতে রাজনীতির মঞ্চে বিএনপির অবস্থান। তারা ভেতরে অগণতান্ত্রিক প্রেতাত্মাকে ধারণ করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সর্বদাই গণতান্ত্রিক ও স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে তারা বানচালের পাওয়তার করেছিলো। বিদেশের আদালতও বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন।