ভিপি নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়ে কটূক্তির মামলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন একটি আদালত। সোমবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবীর এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. শাহরিয়ার তানিম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
মামলার আবেদনে বলা হয়, ২০২২ সালের ১ জুন আসামি নুরুল হক নুর ছাত্র যুব অধিকার পরিষদের নামে সমাবেশ ডেকে শিক্ষামন্ত্রীকে বিভিন্ন ধরনের কটূক্তি করেন। এরপর ধারণ করা ভিডিও ফেসবুকে প্রচার করেন। ভিডিওতে তিনি শিক্ষামন্ত্রীকে ‘গুন্ডাবাহিনী’ বলে সম্বোধন করেন। এ ঘটনায় ২০২২ সালের ১৪ জুন মামলাটি দায়ের করা হয়। এরপর একই বছরের ২৮ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে মামলার তদন্তের নির্দেশ দেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে গত ৬ ফেব্রুয়ারি প্রতিবেদন আদালতে দাখিল করেন।