ভিজিএফের চাল ওজনে কম, সাংবাদিককে লাঞ্চিত করলেন মেয়র
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:২১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ভিজিএফর চাল বিতরণে ওজনে কম দেওয়া অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধ। এসময় স্থানীয় সংবাদকর্মীরা চাল বিতরণের ছবি ধারণ করতে গেলে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা মেজাজ হারিয়ে সাংবাদিককে লাঞ্চিত করেন। অকথ্য ভাষায় আক্রমণ করেন।
জানা গেছে, রোববার (৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভায় ১০ কেজির জায়গায় ৯ কেজি করে চাল বিতরণ করে পৌর কর্তৃপক্ষ। এই অভিযোগ কার্ডধারীদের।
প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে ভিজিএফ’র চাল দেয়ার কথা। কিন্তু প্রত্যেক কার্ডধারীদের ৯ কেজি করে চাল দেয়া হয়।
এ খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা গেলে মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার ছেলে বাধন ইসলাম সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে মেয়র আঞ্জুমান আরা বেগম জানান, চাল ওজনে কম দেয়ার অভিযোগ শুনে দ্রুত ছুটে আসি। পরে ১০ কেজি পূরন করে তালিকাভুক্তদের চাল বিতরণ করা হয়।