সংবাদ শিরোনাম ::
ভাষানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে ভাষানটেক এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম-মেহেরুন্নেসা (৬৫)। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, মৃত ওই নারীর শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।এছাড়াও সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ,লিজা ৩০ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ এবং সুজন নামে আরেক জন ৪৩ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে শুক্রবার (১২ এপ্রিল) রাজধানীর ভাষানটেকে মশার কয়েল ধরানোর সময় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে একই পরিবারের ৬ জন দগ্ধ হন। তারা সবাই আশঙ্কাজনক।