https://bangla-times.com/
ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, পিটুনিতে চালক-হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ । ৭৩ জন
Link Copied!

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় বাসে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সাথে বাকবিতণ্ডার জেরে পিটুনিতে বাসের চালক ও হেলপার মারা গেছেন। সোমবার (৮ এপ্রিল) দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- বাসের চালক সোহেল রানা বাবু (২৬) ও হেলপার হৃদয় (৩০)।

পুলিশ জানায় বলেন, মিরপুর থেকে ছেড়ে আসা বাসটিতে ভাড়া নিয়ে যাত্রীদর সাথে বাকবিতন্ডা হয়। বাসটি ইপিজেড এলাকায় পৌঁছলে কয়েকজন যুবক চালক ও হেলপারকে মারধর করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তারা মারা যায়।