ব্লেড দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টন!
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার চিকিৎসার নামে নিজেই ব্লেড দিয়ে অপারেশন করতেন। এমনকি আশ্রমে টর্চার সেলে বৃদ্ধ মানুষদের মারধরও করা হতো। অন্যের কষ্টে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন।
রোববার (৫ মে) দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। তিনি একজন নার্স হয়েও তার স্বামীর পৈশাচিক কাজের প্রতিবাদ করেনি। মিল্টনের অ্যাকাউন্টে এক কোটি ৮৫ লাখ টাকা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
চলতি মাসের ১ তারিখ রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে ৩টি মামলা করা হয়।