সংবাদ শিরোনাম ::
ব্যবসায়ী শাহবাজ খান’র জানাজায় জেলা পরিষদের চেয়ারম্যান
রাজশাহী ব্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরীর বোসপাড়া নিবাসী শাহবাজ আহমেদ খান (৫৫) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার (৫ মার্চ) তার জানাজার নামাজ বাদ জুম্মা রাজশাহী টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে টিকাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
জানাজার পূর্বে, শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশ করে সমবেদনা জানান রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।