বৈরী আবহাওয়া, ঢাকা থেকে দুবাই-শারজাহর ৯ ফ্লাইট বাতিল
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
ঢাকা থেকে দুবাই-শারজাহর নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রেকর্ড বৃষ্টিপাতের কারণে এসব ফ্লঅইটের যাত্রা বাতিল করা হয়। বুধবার (১৭ এপ্রিল) হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম এই তথ্য জানান।
তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে ১৭ এপ্রিল এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট, ফ্লাই দুবাইয়ের ২টি ও এমিরেটস এয়ারলাইন্সের ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে। দেশটির অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব পড়েছে।
জাতীয় আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি নিশ্চিত করেছে,মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। তা জলবায়ু সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার শুরু থেকে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। পূর্বাভাসে বলা হয়, আরও কয়েক ঘণ্টাব্যাপী দেশজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে।