বৈদ্যুতিক সরঞ্জামাদীসহ আটক ২
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের রেলওয়ে স্টেশন এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে বৈদ্যুতিক মিটার, মেইন সুইচ এবং তার উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ।
জানা গেছে, আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় গভীর নলকূপের মিটার ও তার চুরির অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে মিটার চোর সনাক্ত করে বগুড়া জেলার সদর থানার নামুজা ইউনিয়নের টেংরা বাজার এলাকা থেকে মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মোমিন নামের চোর চক্রের এক সদস্যকে আটক করে। আটককৃত আব্দুল মোমিন (২২) বগুড়া জেলার সদর থানার নামুজা ইউনিয়নের সাদনা পাড়া গ্রামের সমিরুদ্দিনের ছেলে।
আদমদীঘি থানায় উপ-পরিদর্শক নাজমুল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আব্দুল মোমিনের দেওয়া তথ্য অনুযায়ী আদমদীঘি থানার ছাতিয়ান গ্রাম বাজার এলাকা থেকে অপর আসামি মোমিন হোসেনকে পুলিশ আটক করে। মোমিন হোসেন (২৭) আদমদীঘি থানায় ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বাজার এলাকার কাচু মন্ডলের ছেলে। জিজ্ঞাসাবাদ তার দেওয়া বর্ণনা মতে আদমদীঘি থানাধীন ছাতিয়ান গ্রাম রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে পরিত্যক্ত জঙ্গলের ভেতর থেকে ওইরাতে একটি বৈদ্যুতিক মিটার, একটি বৈদ্যুতিক মেইন সুইচ এবং বৈদ্যুতিক তারের একটি ঝোপা উদ্ধার করে জব্দ তালিকায় দেখানো হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় চুরি মামলা দায়ের করে বুধবার (২০ মার্চ) সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।