ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘বৈদেশিক আয় বাড়াতে আম রপ্তানি খুবই সম্ভাবনাময়’

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ বলেছেন, বৈদেশিক আয় বাড়াতে আম রপ্তানি খুবই সম্ভাবনাময়। বর্তমান কৃষিবান্ধব সরকার আম রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, তাপদাহে চলতি মৌসুমে আমসহ বেশকিছু ফসসের উৎপাদন কম হয়েছে। তাই কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ যাবতীয় কৃষি উপকরণ সরবরাহ করা হবে।

সোমবার (১০ জুন) দুপুরে রাজধানীর শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউজে আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের আমের যথেষ্ঠ চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে উন্নত দেশগুলোতে আম সরবরাহ করা গেলে আম রপ্তানি বহুলাংশে বৃদ্ধি পাবে। সেই সাথে আম উৎপাদনকারীরা অধিকতর লাভবান হবেন।

আম রপ্তানিকারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আম রপ্তানি বৃদ্ধির জন্য শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউজ আধুনিক ও শক্তিশালীকরণ করা হয়েছে। অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলমান রয়েছে।

আনুষ্ঠানিকভাবে আম রপ্তানি উদ্বোধন করা হলেও মে মাসের শেষ সপ্তাহ থেকে ১৫টি দেশে গোপালভোগ, হিমসাগর জাতের প্রায় ১৮৯ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। আজকে (সোমবার) ১৪টি কনসাইনমেন্টে ইংল্যান্ড, ইতালি, জার্মানি ও ফ্রান্সে ২৫ টন আম রপ্তানি করা হবে।

এ বছর কৃষি মন্ত্রণালয় থেকে বিশ্বের প্রায় ৩৮টি দেশে হিমসাগর, গোপালভোগ, আম্নপালি, ফজলী, সুরমা ফজলি, বারি-৪ জাতের রপ্তানিযোগ্য তিন হাজার ১০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালে বিশ্বের ৩৮টি দেশে তিন হাজার ৯২ মেট্রিক টন আম রপ্তানি করা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন। আরও বক্তব্য রাখেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘বৈদেশিক আয় বাড়াতে আম রপ্তানি খুবই সম্ভাবনাময়’

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ বলেছেন, বৈদেশিক আয় বাড়াতে আম রপ্তানি খুবই সম্ভাবনাময়। বর্তমান কৃষিবান্ধব সরকার আম রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, তাপদাহে চলতি মৌসুমে আমসহ বেশকিছু ফসসের উৎপাদন কম হয়েছে। তাই কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ যাবতীয় কৃষি উপকরণ সরবরাহ করা হবে।

সোমবার (১০ জুন) দুপুরে রাজধানীর শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউজে আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের আমের যথেষ্ঠ চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে উন্নত দেশগুলোতে আম সরবরাহ করা গেলে আম রপ্তানি বহুলাংশে বৃদ্ধি পাবে। সেই সাথে আম উৎপাদনকারীরা অধিকতর লাভবান হবেন।

আম রপ্তানিকারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আম রপ্তানি বৃদ্ধির জন্য শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউজ আধুনিক ও শক্তিশালীকরণ করা হয়েছে। অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলমান রয়েছে।

আনুষ্ঠানিকভাবে আম রপ্তানি উদ্বোধন করা হলেও মে মাসের শেষ সপ্তাহ থেকে ১৫টি দেশে গোপালভোগ, হিমসাগর জাতের প্রায় ১৮৯ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। আজকে (সোমবার) ১৪টি কনসাইনমেন্টে ইংল্যান্ড, ইতালি, জার্মানি ও ফ্রান্সে ২৫ টন আম রপ্তানি করা হবে।

এ বছর কৃষি মন্ত্রণালয় থেকে বিশ্বের প্রায় ৩৮টি দেশে হিমসাগর, গোপালভোগ, আম্নপালি, ফজলী, সুরমা ফজলি, বারি-৪ জাতের রপ্তানিযোগ্য তিন হাজার ১০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালে বিশ্বের ৩৮টি দেশে তিন হাজার ৯২ মেট্রিক টন আম রপ্তানি করা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন। আরও বক্তব্য রাখেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান।