বেসিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
রাষ্ট্রমালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেড একীভূত করার প্রক্রিয়া বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।
সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। এছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, রাজশাহী রেশম মালিক সমিতি, রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতি, বেনেতি ব্যবসায়ী সমিতি, পাদুকা ব্যবসায়ী সমিতিসহ নগরের অন্তত ১৪ টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বিশিষ্ট ব্যবসায়ী ও কাউন্সিলর রজব আলীর সভাপতিত্ত করেন। এ সময় বক্তব্য রাখেন- রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু, লক্ষীপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান, নাটোর ব্যবসায়ী সমিটির সভাপতি মশিউর রহমান, রাজশাহী চেম্বারের পরিচালক এসএম আইয়ূব আলী, রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী অশোক কুমার শাহ, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান রিপন,বেনেতি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহেশ সরকার, বাপাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের আহবায়ক প্রকৌশলী খাজা তারেক, রাজশাহী মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন, ওয়েব রাজশাহীর সভাপতি আনজুমানারা বেগম, বেসিক ব্যংকের গ্রাহক ও ব্যবসায়ী কেএম জোবায়েদ, নারী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা বেগম, হড়গ্রাম বাজার ব্যসায়ী সমিতির প্রতিনিধি জাহিদ বাবু প্রমুখ।