‘বেশি কথা বললে সব ফাঁস করে দেবো’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগে অনেকেই সরকারের সঙ্গে লাইন দিয়েছিল। কিন্তু হিসেবে না মেলায় এখন মিডিয়ার সামনে নানান কথা বলছে। আপনাদের অনেক কিছু রেকর্ড করা আছে, বেশি কথা বললে সব ফাঁস করে দেবো।
শুক্রবার (২২ মার্চ) জাতীয় প্রেসে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি দেশকে মগের মুল্লুক বানাতে চেয়েছিল। এজন্য তারা নির্বাচন বানচাল করার ঘোষণা দিয়েছিল। কিন্তু তাতে ব্যর্থ হয়ে খেই হারিয়ে ফেলেছে।
অ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুধু বঙ্গবন্ধু নয়, যারা স্বাধীনতারও বিরোধিতা করেছিল, সেই অপশক্তি এখনো দেশের উন্নয়ন অগ্রগতি ভেস্তে দিতে দেশকে পেছেনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। তারা দেশকে পেছনে নিতে‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান দিচ্ছে।