‘বেনজীর ও আজিজ আ’ লীগের কেউ না’
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না। আওয়ামী লীগ তাদের বানায়নি। তারা যোগ্যতা দিয়ে নিজেদের অবস্থানে এসেছে।
আরও পড়ুন : সাবেক আইজিপি বেনজীরের ৩ কালো হাত
মঙ্গলবার (৪ জুন) ধানমন্ডিতে ঐতিহাসিক ৬ দফা দিবস ও ২৩ জুন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় কাদের বলেন, বেনজীর ও আজিজ তারা নিজ যোগ্যতায় নিজ নিজ বাহিনীর প্রধান হয়েছিলেন। তাদের অপকর্ম সামনে এলে বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানি লন্ডারিং ও অস্ত্র চোরাচালান ও দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত পলাতক। দেশের রাজনৈতিক অঙ্গনে লক্ষণীয়-বিরোধী দল বিএনপি অর্থপাচার ও দুর্নীতির কথা বলে, যে দলের শীর্ষ নেতারা দুর্নীতির অপরাধে সাজাপ্রাপ্ত।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আন্দোলনের মাধ্যমে বিএনপি তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি। নির্বাচন ঠেকাতেও ব্যর্থ হয়েছে। ৭৫ পরবর্তী শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।