ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বেইলি রোডে আগুন/ কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার এবং চা চুমুক রেস্টুরেন্টের দুই মালিকসহ গ্রেপ্তার চারজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এ আদেশ দেন।

আসামিরা হলেন-কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।

দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন।তবে আসামিদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। কিন্তু রাষ্ট্রপক্ষ বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।গত শনিবার (২ মার্চ) আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন তারা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৮ জন শিশু। ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেইলি রোডে আগুন/ কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ ৪ জন কারাগারে

সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার এবং চা চুমুক রেস্টুরেন্টের দুই মালিকসহ গ্রেপ্তার চারজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এ আদেশ দেন।

আসামিরা হলেন-কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।

দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন।তবে আসামিদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। কিন্তু রাষ্ট্রপক্ষ বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।গত শনিবার (২ মার্চ) আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন তারা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৮ জন শিশু। ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করে।