https://bangla-times.com/
ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪

‘বেইলি রোডে আগুনে দগ্ধ ৫ জন শঙ্কামুক্ত নন’

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ । ৭০ জন
Link Copied!

রাজধানীর বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন ১১ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ এই ৫ জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা কেউ শঙ্কামুক্ত নয়। বাকি ৬ জনকে আজ ছেড়ে দেয়া হবে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (২ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

এ সশয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসায় গঠিত ১৭ সদস্যের মেডিকেল বোর্ড পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আহতদের চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে।

দুর্ঘটনায় নিহত ৪৬ জনের মধ্যে ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি ৩ জনের মরদেহ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ বার্ন ইনিস্টিটিউটে এবং বাকি দুই জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।