বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
চলতি বছরের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অন্যদিকে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে সরকার।
বলা হয়, অনিবার্য কারণবশত ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় দেশের সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরবর্তিতে জানিয়ে দেয়া হবে। ২১ জুলাই থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রমও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।