সংবাদ শিরোনাম ::
বৃষ্টি থাকবে আরও ৭ দিন, জানিয়েছে আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
সারা দেশে আগামী ৭ থেকে ৮ দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (৭ মে) সকালে আবহাওয়া পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।
তিনি আরও বলেন, বৃষ্টির হলেও তাপপ্রবাহ আবারও শুরু হতে পারে। তবে এর তীব্রতা তুলনামূলক কম থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। সারাদিন বৃষ্টি না হলেও দিনে দু’একবার বৃষ্টি ও ঝড়ো হাওয়া জওয়ার সম্ভাবনা বেশি।
আবহাওয়ার পূর্বাবাসে আরও বলা হয়, রাজধানীতে বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা ঢাকা ও রাজশাহীতে ৮ ডিগ্রি কমতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।