বীজ ভান্ডারের গোডাউনে আগুন, ব্যাপক ক্ষতি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
জয়পুরহাটে বীজ ভান্ডারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক কয় ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও অগ্নিকাণ্ডে প্রায় ১০/১২লাখ টাকার বিভিন ফলমূল ও শাক সবজির বীজ পুরে নষ্ট হয়েছে।
শনিবার (১৩ জুলাই ) রাত সাড়ে ৮টার দিকে বেলাল শেখ হাড়াইল মুসলিম নগরের গোডাউন থেকে শ্রমিকদের বিদায় করে বাসায় ফিরেন। এরপর রাত ১২ টায় অগ্নিকাণ্ডের খবর পান।
এরপর গোডাউনে গিয়ে দেখতে পান দাউদাউ করে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু এরই মাঝে পুড়ে শেষ হয়ে যায় গোডাউনে রাখা প্রায় ১০-১২ লাখ টাকার বিভিন্ন ফলমূল ও শাক সবজির বীজ।
জয়পুরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার কৃষ্ণ তলা পাট্র জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ ঘন্টা অভিযান শেষে রাত সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত রায়হান বীজ ভান্ডারের স্বত্তাধিকারী বেলাল শেখ জয়পুরহাট শহরের বিহারী পাড়ায় একজন প্রবীণ বীজ বিক্রেতা হিসেবে পরিচিত।