বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশের সৈকত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াবে আগামী ১ জুন থেকে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। সৈকতই হবেন প্রথম বাংলাদেশি যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সৈকতের সসাথে সেদিন মাঠে আরো থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। গত বছর আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও মাঠের আম্পায়ার ছিলেন ইলিংওয়ার্থ।
সৈকত-ইলিংওয়ার্থ ছাড়াও উদ্বোধনী ম্যাচে মাঠে থাকবেন আরও তিনজন। ম্যাচটির রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন, টিভি বা থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন স্যাম নোগাইস্কি। চতুর্থ আম্পায়ার হিসাবে থাকবেন জিম্বাবুয়ের ল্যাংটন রুসের।
বিশ্বকাপের আরো ৭টি ম্যাচ পরিচালনায় থাকবেন সৈকত। এরমধ্যে তিনটি ম্যাচে তাকে দেখা যাবে অনফিল্ড আম্পায়ার হিসেবে। সেইসাথে দু’টি ম্যাচে টিভি আম্পায়ার ও দু’টি ম্যাচে তাকে দেখা যাবে চতুর্থ আম্পায়ার হিসেবে।