সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট চাল ব্যবসায়ী সন্তোষ দেবনাথের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিশিষ্ট চাল ব্যবসায়ী বাবু সন্তোষ দেবনাথ মারা গেছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ১২টায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার পরলোকগমনের বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের (সমাজবিজ্ঞান) প্রভাষক সাপমারা ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি সজল দেবনাথ। তিনি বলেন শুক্রবার (২ আগস্ট, ২০২৪) দুপুর ১২টার দিকে উপজেলার সাপমারা ইউপির চকরহিমাপুর মহাশ্মশানে শেষ কৃত্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, সন্তোষ দেবনাথের পৈত্রিক নিবাস সাপমারা ইউপির কামারপাড়া গ্রামে। গোবিন্দগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ঝিলপাড়ায় নিজস্ব বাসভবনে থেকে তিনি গোলাপবাগ হাটের চাল পট্টি হতে নিজস্ব ব্যবসা পরিচালনা করতেন#