সংবাদ শিরোনাম ::
বিরাটকে ছুঁয়ে ফেললেন রোহিত
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
আইপিএলের মাঠে রানে ফিরলেন রোহিত শর্মা। শনিবার (৬ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৯ রান করেন তিনি। এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া। এরপরও বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন মুম্বইয়ের এই ব্যাটার।
ইপিএলের আসরে দিল্লির বিরুদ্ধে মাত্র দু’জন ব্যাটার ১০০০ রানের বেশি করেছেন। এতোদিন সেই তালিকায় একাই ছিলেন বিরাট। এবার তার দলে যোগ দিলেন রোহিত শর্মা। দিল্লির বিরুদ্ধে আইপিএলে ১০৩০ রান করেন বিরাট। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। দিল্লির বিরুদ্ধে তার রান ১০১৯ রান।
শনিবার ম্যাচে ২৭ বলে ৪৯ রান করে অক্ষর পটেলের বলের লাইন মিস্ করে বোল্ড হন রোহিত শর্মা। ছ’টি চার ও তিন ছক্কা মারেন তিনি।
চলতি আইপিএলের আসরে প্রথম চারটি ম্যাচে ১১৮ রান করেছেন রোহিত। ২৯.৫০ গড় ও ১৭১.০১ স্ট্রাইক রেটে রান করেন তিনি।