সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মখলিছ মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিহতরা হলো- ওই গ্রামের ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সাবিনা আক্তার (৯), সামিয়া বেগম (১৫) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)। আহত আরেক মেয়ে সোনিয়া বেগমকে (১২) হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে বিদ্যুতের তার ছিঁড়ে বসতঘরের ওপর পরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জন মারা যায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।