ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘রিমালে’র তাণ্ডবে মৃত্যু ১৬, বিদ্যুৎবিচ্ছিন্ন পৌনে ৩ কোটি গ্রাহক (28 may)

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘রিমালে’র তাণ্ডবে মৃত্যু ১৬, বিদ্যুৎবিচ্ছিন্ন পৌনে ৩ কোটি গ্রাহক। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় অঞ্চল। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্লাবিত এবং তছনছ হয়ে গেছে বহু ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষেত। সোমবার (২৮ মে) সকাল পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১৬ জনের মৃত্যু হয়েছে।

বিদ্যুৎবিচ্ছিন্ন

এদিকে, সরকারি হিসাব মতে, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৭টি উপজেলার সাড়ে ৩৭ লাখ মানুষ। পৌনে তিন কোটি গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ১৫ হাজার মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় হয়ে গেছে।

ফেসবুক পেজ

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি। আংশিক বিধ্বস্ত হয়েছে প্রায় এক লাখ ১৪ হাজার ৯৯২টি ঘরবাড়ি।

ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো- ঝালকাঠি,বাগেরহাট,সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, খুলনা, বরগুনা, ভোলা, চট্টগ্রাম, পটুয়াখালী, ফেনী, কক্সবাজার, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর।

রেমালের আঘাতে মারা যাওয়ারদের মধ্যে ঢকায় চারজন, ভোলায় তিনজন, বরিশালে তিনজন, পটুয়াখালীতে দুইজন, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লায় একজন করে ১২ জন।

এছাড়া রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) রাতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- রাজধানীর খিলগাঁও রিয়াজবাগ এলাকায় রাকিব (২৫), খিলগাঁও সিপাহীবাগে মরিয়ম বেগম (৪৫), যাত্রাবাড়ীতে লিজা আক্তার (১৬) ও অপরজন বাড্ডার বাসিন্দা। তার পরিচয় জানা যায়নি।

ভোলায় বসতঘরে গাছ পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে পানিতে ডুবে মো. শরীফ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়। বাউফলে ঘরের নিচে চাপা পড়ে করিম খানের (৬২)মৃত্যু হয়েছে। বরিশালে রূপাতলী বাসস্ট্যান্ডে দেয়াল ধসে লোকমান হোটেলের মালিকসহ দুইজন মারা গেছে। তারা হলো- লোকমান (৫৫) ও মোকলেস (২৫)। এ ছাড়া জালাল সিকদার নামের আরও একজন মারা গেছে।

কুমিল্লায় ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম সাগর (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) এক যুবক মারা গেছে।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খুলনায় বৃষ্টিতে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে লালচাঁদ মোড়ল (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়।

এদিকে, ঘূর্ণিঝড় রিমালে পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর দুই কোটি ৭০ লাখ ৩১ হাজার ৯৩১ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এরমধ্যে দুই কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৫৫০ গ্রাহক শুধু কেবল পল্লী বিদ্যুতে। সোমবার (২৭ মে) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের বার্তায় এই তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, বর্তমানে পল্লী বিদ্যুতের প্রায় দুই কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৫৫০ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ৪ লাখ ৫৩ হাজার ৮১ জন গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘রিমালে’র তাণ্ডবে মৃত্যু ১৬, বিদ্যুৎবিচ্ছিন্ন পৌনে ৩ কোটি গ্রাহক (28 may)

সংবাদ প্রকাশের সময় : ১১:২২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

‘রিমালে’র তাণ্ডবে মৃত্যু ১৬, বিদ্যুৎবিচ্ছিন্ন পৌনে ৩ কোটি গ্রাহক। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় অঞ্চল। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্লাবিত এবং তছনছ হয়ে গেছে বহু ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষেত। সোমবার (২৮ মে) সকাল পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১৬ জনের মৃত্যু হয়েছে।

বিদ্যুৎবিচ্ছিন্ন

এদিকে, সরকারি হিসাব মতে, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৭টি উপজেলার সাড়ে ৩৭ লাখ মানুষ। পৌনে তিন কোটি গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ১৫ হাজার মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় হয়ে গেছে।

ফেসবুক পেজ

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি। আংশিক বিধ্বস্ত হয়েছে প্রায় এক লাখ ১৪ হাজার ৯৯২টি ঘরবাড়ি।

ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো- ঝালকাঠি,বাগেরহাট,সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, খুলনা, বরগুনা, ভোলা, চট্টগ্রাম, পটুয়াখালী, ফেনী, কক্সবাজার, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর।

রেমালের আঘাতে মারা যাওয়ারদের মধ্যে ঢকায় চারজন, ভোলায় তিনজন, বরিশালে তিনজন, পটুয়াখালীতে দুইজন, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লায় একজন করে ১২ জন।

এছাড়া রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) রাতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- রাজধানীর খিলগাঁও রিয়াজবাগ এলাকায় রাকিব (২৫), খিলগাঁও সিপাহীবাগে মরিয়ম বেগম (৪৫), যাত্রাবাড়ীতে লিজা আক্তার (১৬) ও অপরজন বাড্ডার বাসিন্দা। তার পরিচয় জানা যায়নি।

ভোলায় বসতঘরে গাছ পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে পানিতে ডুবে মো. শরীফ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়। বাউফলে ঘরের নিচে চাপা পড়ে করিম খানের (৬২)মৃত্যু হয়েছে। বরিশালে রূপাতলী বাসস্ট্যান্ডে দেয়াল ধসে লোকমান হোটেলের মালিকসহ দুইজন মারা গেছে। তারা হলো- লোকমান (৫৫) ও মোকলেস (২৫)। এ ছাড়া জালাল সিকদার নামের আরও একজন মারা গেছে।

কুমিল্লায় ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম সাগর (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) এক যুবক মারা গেছে।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খুলনায় বৃষ্টিতে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে লালচাঁদ মোড়ল (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়।

এদিকে, ঘূর্ণিঝড় রিমালে পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর দুই কোটি ৭০ লাখ ৩১ হাজার ৯৩১ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এরমধ্যে দুই কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৫৫০ গ্রাহক শুধু কেবল পল্লী বিদ্যুতে। সোমবার (২৭ মে) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের বার্তায় এই তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, বর্তমানে পল্লী বিদ্যুতের প্রায় দুই কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৫৫০ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ৪ লাখ ৫৩ হাজার ৮১ জন গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।