বিদ্যুতের তার ছিঁড়ে পরিবারের ৬ জনেরই মৃত্যু, বেঁচে রইল না শিশুটিও
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শিশু সোনিয়া সুলতানাও (৮) মারা গেছে। এ ঘটনায় আগে মারা গেছে তার মা-বাবা ও তিন ভাই-বোন।
বুধবার (২৭ মার্চ) ভোরে সোনিয়া মারা যায়। মৃত সোনিয়া গোয়ালবাড়ী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করতো। সোনিয়ার বাবা-মা ও তিন ভাইবোনও বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র সেই বেঁচে ছিল।
মঙ্গলবার (২৬ মার্চ) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়। মৃতরা হলো-ফয়েজুর রহমান (৫২), তার স্ত্রী সিরি বেগম (৪৫), তাদের মেয়ে সাবিনা (১৩), সামিয়া বেগম (১৬) এবং ছেলে সায়েম (১০)।
জুড়ী থানার ওসি এসএম মইন উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।