https://bangla-times.com/
ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  • অন্যান্য

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন বিএনপি নেতা আমান

নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ । ১৫ জন
Link Copied!

চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমানউল্লাহ আমান। সোমবার (৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। তবে আগামী ৯ জুনের মধ্যে চিকিৎসা শেষে ফিরতে হবে তাকে।

এর আগে বিএনপি নেতা আমান গত ২৮ মার্চ চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। ওই দিন বুকের ব্যথা হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসা শেষে পরদিন তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসার জন্য বিদেশ যেতে চেম্বার আদালতে আবেদন করেন তিনি।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে ৩ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।