বিচারপতির স্বাক্ষর জালিয়াতি: মেয়র জাহাঙ্গীরের জামিন স্থগিতই থাকবে
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া জামিনের ঘটনায় বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের (৪৮) জামিন স্থগিতই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বুধবার (২৭ মার্চ) দুই পক্ষের শুনানি বিচারপতি আশফাকুল ইসলাম ৮ সপ্তাহের জন্য হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন।
আগামী ২০ জুন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। গত ২৫ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলামের আদালত ২৭ মার্চ পর্যন্ত জাহাঙ্গীর আলমের জামিন স্থগিত করেছিলেন।
অ্যাডভোকেট খুরশীদ আলম খান এ বিষয়ে বলেন, কয়েক বছর আগে দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম উচ্চ উচ্চ আদালতের বিচারপতির স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আদেশ তৈরি করেছিলেন। দুদকের তদন্তে জালিয়াতির ঘটনা প্রমাণিত হয়। এ কারণে তার জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিলাম।
গত ২১ মার্চ বগুড়ার দুপচাঁচিয়া পৌর মেয়র বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। এর আগে ৭ মার্চ জাহাঙ্গীর আলম দুদকের মামলায় আত্মসমর্পণ করলে ওই আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।