সংবাদ শিরোনাম ::
বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত
বেনাপোল প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
যওশারের বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত হয়েছে। আহতরা হলো- ডালিম (৩৫) ও বাবু (৩৭)। তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সাড়ে রাত ১০টার দিকে এ ঢ়ঘটনা ঘটেছে।
খুলনা-২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, মঙ্গলবার (২ এপ্রিল) রাতে কয়েকজন চোরাকারবারী সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করে। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে বাবু ও ডালিম গুলিবিদ্ধ হয়। তাদের পায়ে ও চোখে গুলি লাগে। পরে বিজিবি তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
তিনি আরও বলেন, আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।