বিএম সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
বিএম সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১লা আগষ্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মখলিছুর রহমান,দৈনিক বার্তা বহকের সম্পাদক হিফুর রহমান, সিলেট সিসিকের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানে এপিএস আবুল ফজল খোকন, পূর্বরেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন,কুচাই ইউপির সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজের লাইব্রেরীয়ান খায়রুল ইসলাম শোয়েব, কর আইনজীবি এডভোকেট মো. জহিরুল ইসলাম রিপন, সিলেট সিসিকের কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়জুল রহমান,ব্যবসায়ী বিলাস আহমদ, হেতিমগঞ্জ বাজার ব্যবসায়ী লায়েক আহমদ, এমরান আহমদ, ইয়াসিন আহমদ, ফুলবাড়ি ইউপির সাবেক মেম্বার হেলাল উদ্দিন,সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক কবী নূরুদ্দীন রাসেল, সাংবাদিক ইসমাইল আলী টিপু, সাংবাদিক রাসেল আহমদ, ফয়সল আহমদ, সমাজকর্মী কাওছার আহমদ, হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী অলিউর রহমান অলি, ভাদেশ্বর দখরার পড়া গ্রামের সমাজসেবী এনু মিয়া,বিএম সিলেটে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিচালক আবুল কাশেম রুমন, সিলেট টিটিসির কর্মচারী খায়রুল ইসলাম সহ বিএম সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বিএম সিলেটে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিচালক আবুল কাশেম রুমন ওই টিটিসিতে কি প্রশিক্ষণ দেওয়া হবে তা সংক্ষেপে তুলে ধরেন। যেসব প্রশিক্ষণ দেওয়া হবে তা হলো- এখানে NSDA I NTVQF Level এর সিলেবাস অনুযায়ী দক্ষ লেভেলদ্বারী প্রশিক্ষক দ্বারা ৩ মাস ও ৬ মাস মেয়াদী অফিস এ্যাপ্লিকেশন বেসিক কম্পিউটার, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং ও নেটওয়ার্কিং, কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার,ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল সার্ভিসিং, মোটর সাইকেল ও কার ড্রাইভিং, সেলাই প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান।
এ সময় বিশেষ মোনাজাত করেন হিলালপুর জামে মসজিদের খতিব মাওলানা-মাহবুব আলম। তিনি দেশ জাতি ও মুসলিম উম্মার জন্য মোনাজাত করেন।