সংবাদ শিরোনাম ::
‘বিএনপি ভোটে ব্যর্থ, রাজনীতিতেও ব্যর্থ’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র হত্যাকারীরা (বিএনপি) গণতন্ত্রের নামে মায়াকান্না করছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলছে, তাদের নিজের ঘরেই গণতন্ত্র নেই। তারা কোন মুখে গণতন্ত্রের কথা বলে।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ভাবে, একজন বংশীবাদক বাঁশিতে ফুঁ দিয়ে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার ঘোষণা দেওয়ার অধিকার জনগণ বঙ্গবন্ধুকে দিয়েছিল। এটা আর কারো ছিল না। তারা মুক্তিযোদ্ধা দিবস পালন করে, গণহত্যা দিবস পালন করে না। তারা ভুয়া মুক্তিযোদ্ধা।
তিনি বলেন, বিএনপি ভোটে ব্যর্থ, রমজানের রাজনীতিতেও ব্যর্থ। ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনেও ব্যর্থ হয়েছে।