সংবাদ শিরোনাম ::
‘বিএনপির আন্দোলনের ডাকে জনগণের সাড়া নেই’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি খড়-কুটো ধরে বাঁচতে চায়। যা তাদের জন্য ভালো না। গরম কমে গেলে আন্দোলন, কোরবানির ঈদের পর আন্দোলন এসব বলেই ১৫ বছর কেটে গেলো। বিএনপির আন্দোলনের ডাকে জনগণের সাড়া নেই।সম্প্রতি ঢাকায় তাদের দুটো আন্দোলন ফ্লপ হয়েছে।
তিনি বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা হয়েছে। ভারতীয় মশলা ছাড়া আমাদের চলে না। মঙ্গলবার (১৪ মে) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, দেশে ইলেকট্রিক গাড়ি আনার চেষ্টা চলছে। পরিবহন খাত ভালো হবে ইলেকট্রিক গাড়ি আনলে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা কাউকে দাওয়াত দিয়ে আনিনি, তাদের প্রয়োজনেই এসেছেন। লু একজন মন্ত্রীও না, তিনি একজন সহকারী মন্ত্রী।