বাস টার্মিনালে ভিড় নেই, অনলাইনে আগ্রহী যাত্রীরা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে বাসের। বৃহস্পতিবার (২৯ মার্চ) গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে টিকিটপ্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা যায়নি। দু-একজন যাত্রী আগাম টিকিটের জন্য টার্মিনালে আসতে দেখা যায়। তারা প্রত্যাশিত দিনের টিকিটেপেয়েছেন।
বরাবারের মতো বাসের আগাম টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। তাই ঝুটঝামেলা এড়াতে অনলাইনেই টিকিট সংগ্রহ করছেন ঘরেফেরা প্রত্যাশী মানুষগুলো। এর ফলে ঈদযাত্রায় টার্মিনালে নেই যাত্রীদের সেই চিরচেনা ভিড়। গত সপ্তাহ থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এরইমধ্যে ৪০ থেকে ৫০ ভাগ টিকিটই অনলাইনে বিক্রি হয়েছে।
ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ট্রেন ও বাসের টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় যাত্রী হয়রানি কমেছে। কিন্তু, যাদের অনলাইনে টিকিট কেনার মতো ডিভাইস নেই তারা কাউন্টার থেকে টিকিট কিনছেন।
সরেজমিন দেখা যায়, রাজধানীর গাবতলী, শ্যামলী, কলাবাগান, মহাখালী ও কল্যাণপুর বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রির তেমন ভিড় নেই।
এদিকে, ঈদ ঘিরে ঢাকা-বরিশাল নৌপথে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হবে ৬ এপ্রিল। তবে, অগ্রিম টিকিট নেওয়ার তেমন তোড়জোড় লক্ষ্য করা যায়নি।